ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৪ কিশোর

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

কারাভোগ শেষে দেশে ফিরে আসা কিশোররা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কারাভোগ শেষে দেশে ফিরে আসা কিশোররা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভারতে বিভিন্ন মেয়াদে শিশু শোধনাগারে আটক থাকার পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে ৪ কিশোর। অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হয়ে ভারতের শিশু শোধনাগারে ১৪ থেকে ১৬ মাস মেয়াদে কারাভোগ শেষে তাদের ফেরত দিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দেশে ফেরা চার কিশোর হলো- জহিরুল ইসলাম (১৪), আলামিন ইসলাম (১২), নুর মোহাম্মদ (১৩), আরিফ হোসেন (১২)। এদের বাড়ি রাজশাহী, সুনামগঞ্জ ও পঞ্চগড় জেলায়।

অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে জহিরুল ইসলাম ১৬ মাস, আলামিন ইসলাম ১৪ মাস, নুর মোহাম্মদ ১৪ মাস এবং আরিফ হোসেন ১৬ মাস কারাভোগ করে।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ওই চার কিশোরকে ফেরত দেন ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায়। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান ওই চার কিশোরকে ফিরিয়ে নেন। এ সময় বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান বলেন, ‘অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪ কিশোর ১৪-১৬ মাস বালুরঘাট ও রায়গঞ্জ শিশু শোধনাগারে ছিলেন। কার্যক্রম শেষে আজ ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ওই চার শিশুকে আমাদের হাতে তুলে দেন। পরে প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দিয়েছি।’