মুকসুদপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মুকসুদপুর পৌরসভার কমলাপুর খালে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আর এ নৌকা বাইচ উপভোগ করতে কমলাপুর খালের দুপাড়ে শিশু, নারী-পুরুষসহ লক্ষাধিক মানুষ উপস্থিত হয়। এ নৌকা বাইচকে কেন্দ্র করে নদী ও খালের দুপাড়ে বসে মেলা। ইট-পাথরে গড়া আধুনিক সভ্যতার ভিড়ে গ্রামবাংলা থেকে নৌকা বাইচের মতো ঐতিহ্যকে মানুষ ভুলতে বসেছে। এটিকে মনে করিয়ে মানুষকে আনন্দ দিতে কমলাপুর গ্রামের নবদিগন্ত ক্লাব ও কমলাপুর গ্রামবাসী এ নৌকা বাইচের আয়োজন করে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বরিশাল জেলার বাচারি ৯টি, সারিন্দা ৮টি এবং জলকাইসা ২টিসহ মোট ১৯টি নৌকা অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাড. আতিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন সহ অনেকে। অনুষ্ঠান পরিচালনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কবির মিয়া।