বগুড়ায় গ্রেনেড ও স্থলমাইন উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে কবরস্থান থেকে স্থলমাইন ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আদমদীঘি থানা পুলিশ রামপুরা গ্রাম থেকে ৩টি গ্রেনেড ও ৬টি স্থলমাইন উদ্ধার করে।
জানা গেছে, শনিবার সন্ধ্যার আগে রামপুরা গ্রামের একটি কবরস্থানের পার্শ্বে খেলা করছিলো কয়েকজন শিশু। এসময় শিশুরা ওই গ্রামের মৃত ছবের তালুকদার ও মৃত মশিউর তালুকদারের কবরের মধ্যে গ্রেনেডের অংশ দেখতে পায়। দেখতে পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয় তারা। পরে পুলিশে খবর দিলে রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ৩টি গ্রেনেড ও ৬টি স্থলমাইন উদ্ধার করে। স্থলমাইন ও গ্রেনেডের গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে।
ধারণা করা হচ্ছে গত দুইদিনের বৃষ্টিতে কবরস্থানের মাটি সরে যাওয়ায় এগুলো বের হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বার্তাটোয়েন্টিফোর কমকে বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গ্রেনেড ও স্থলমাইনগুলো ফেলে রেখে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।