চাঁদপুরে পুলিশ-ডাকাত গুলি বিনিময়, নিহত ১
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় অজ্ঞাত এক ডাকাত (৪৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত নোয়াখালী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
মূলত গত রোববার রাতে আনন্দবাজার এলাকার পার্শ্ববর্তী শাহাপুর গ্রামের আখনবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তিনটি বসতঘর থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোরে ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মঞ্জুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কড়ৈতলী এলাকায় টহল দিতে যাচ্ছিল। তারা আনন্দবাজার এলাকায় পৌঁছালে বাগান থেকে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ডাকাতের মরদেহ সহ একটি এলজি ও দুটি রামদা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুর হোসেন, পুলিশ সদস্য দেলোয়ার হোসেন ও ইসমাইল হোসেন আহত হন। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।