নেত্রকোনায় অপহরণের পর শিশুকে ধর্ষণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নেত্রকোনায় অপহরণের পর হাত-পা ও মুখ বেঁধে দুইদিন আটকে রেখে এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে ধর্ষণের শিকার ওই শিশুটি পালিয়ে তার বাবা-মায়ের কাছে ফিরে আসে। পরে বিকেলের দিকে বিষয়টি জানাজানি হয়। নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে শিশুটির বাড়ি এবং স্থানীয় নসীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এদিকে ধর্ষণের শিকার ওই শিশুটিকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গত ২৯ অক্টোবর রাতে শিশুটি তার নানি জামিলা খাতুনের সঙ্গে নিজ এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। পরে সেখান থেকে কয়েকজন বখাটে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একটি ঘরে হাত-পা, মুখ বেঁধে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে শিশুটি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

শিশুটির বাবা আবু তাহের বলেন, ‘স্থানীয় পিয়েল আমার মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে। দীর্ঘদিন ধরেই সে আমার মেয়েকে উত্ত্যক্ত করত।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।