নেত্রকোনায় ৫৩ ভারতীয় গরু উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া গরু। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উদ্ধার হওয়া গরু। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নেত্রকোনার সীমান্তবর্তী কালাপানি নামক এলাকায় অভিযান চালিয়ে ৫৩টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন এসব গরু উদ্ধার করে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান বিজিবি ৩১ ব্যাটালিয়ন নেত্রকোনার অধিনায়ক মো. মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পিলার ১১৭১/৮ এস ৪ শত গজ অভ্যন্তরে কালাপানি নামক স্থানে যৌথ অভিযান চালিয়ে ৫৩টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ২৫ হাজার টাকা। সেগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন