রাতে পরীক্ষা দিতে পেরে খুশি সেই ৫৮ শিক্ষার্থী
গোপালগঞ্জের মুকসুদপুরে রাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিলেন খ্রিস্টধর্মের 'সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট' সম্প্রদায়ের সেই ৫৮জন শিক্ষার্থী।
শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার কেলগমুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সেই ৫৮ জনকেও সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হয়।
শনিবার দিনের বেলায় খ্রিস্টধর্মের বিধান মতে লেখাপড়া নিষেধ থাকায় রাতে বাংলা বিষয়ে পরীক্ষা দিতে পেরে খুশি এসব শিক্ষার্থীরা। এবারের জেএসসি পরীক্ষায় ২টি বিষয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন তারা।
জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫৮ জন শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়। কোন প্রকার সমস্যা ছাড়াই পরীক্ষার্থীরা রাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছে।'
মুকসুদপুরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ বলেন, 'সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫৮ শিক্ষার্থীকে শনিবার রাতে পরীক্ষা দেয়ার অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। কেন্দ্রসচিব ও প্রশাসনের সহযোগিতায় নিরাপদ ও নকলমুক্তভাবে তাদের পরীক্ষা নেয়া হয়েছে। আশা করি তারা শান্তিপূর্ণভাবেই সামনের সকল পরীক্ষা দিতে পারবে।'