কিডনি বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার স্বামী-স্ত্রী। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গ্রেফতার স্বামী-স্ত্রী। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জয়পুরহাটের কালাই উপজেলার উলিপুর গ্রাম থেকে কিডনি বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- ওই উলিপুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে খাজা মইনুদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগম।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, এক বছর আগে খাজা মইনুদ্দিন তার স্ত্রী নাজমাকে কিডনি বিক্রি করতে বলেন। নাজমাও নিজ ইচ্ছায় তার একটি কিডনি বিক্রি করেন।

বিজ্ঞাপন

কিডনি বিক্রি যে অপরাধ সে ব্যাপারে এর আগে থেকেই ওই এলাকায় মাইকিং, জনসভা, লিফলেট বিতরণ, পোস্টারিং করাসহ বিভিন্ন ভাবে গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে পুলিশ। এরপরও কিডনি বিক্রি করায় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।