শার্শা সীমান্ত থেকে ফেনসিডিল উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত ফেনসিডিল। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উদ্ধারকৃত ফেনসিডিল। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

যশোরের শার্শা সীমান্তের শিকারপুর থেকে ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব ফেনসিডিল উদ্ধার করে।

বিজ্ঞাপন

৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে শিকারপুরের আনদুরপোতা মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শিকারপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় পাচারকারীদের ধাওয়া করলে তারা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।