কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'বুলবুল' এর প্রভাবে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরণের নৌযান বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর) বিকেল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পদ্মা নদী বেশ উত্তাল হওয়ায় বিকাল চারটা থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রী ও যানবাহনের চালকদের কিছুটা দুর্ভোগ হচ্ছে।
এর আগে শনিবার ভোর থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পীড বোট চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জসীম উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'বিকাল থেকে আবহাওয়া খারাপ হওয়ায় বন্ধ রাখা হয়েছে সকল ধরনের নৌযান চলাচল। আমরা পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছি। নির্দেশ পেলে আবার চালু করবো।'