বেনাপোল কাস্টমস হাউসে চুরি: তদন্ত কমিটি গঠন
বেনাপোল কাস্টমস হাউসের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় একটি লকার ভেঙে চুরির ঘটনায় ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে এই কমিটি গঠন করা হয়।
গত রোববার (১০ নভেম্বর) রাতের কোনো এক সময় ওই চুরির ঘটনা ঘটে। লকার থেকে ১৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়া হয়। লকারে অন্যান্য মূল্যবান জিনিসের মধ্যে মোট ২৯ কেজি স্বর্ণ ছিল।
তবে বেনাপোল কাস্টমস হাউসের পুরাতন ভবনে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার কাজটি করে থাকেন। এছাড়া ওই ভবনের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। তবে চুরির ঘটনার সময় সিসি ক্যামেরা খুলে রাখা হয়েছিল।
আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, যে চক্রটি এ চুরির ঘটনা ঘটিয়েছে তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিল। হয়তো কাস্টমস কমিশনারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ কাজ করা হয়েছে।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার শামিম হোসেন জানান, চুরির ঘটনায় ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন ও থানায় মামলা দায়ের করা হয়েছে। তিন দিনের মধ্যে ওই তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল কাস্টমস হাউসে লকার ভেঙে চুরি