প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু রোববার
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা রোববার (১৭ নভেম্বর) শুরু হচ্ছে। দিনাজপুর জেলায় এবার এই পরীক্ষায় ৬৩ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার ১৩ উপজেলা থেকে মোট ৬৩ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৭ হাজার ৬৭৯ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ হাজার ৮৯৫ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। জেলার ১৩ উপজেলায় ১৪২টি কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ১৩৭টি কেন্দ্রে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপর কুমার রায় চৌধুরী জানান, রোববার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। আর ২৪ নভেম্বর পরীক্ষা শেষ হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।