কুড়িগ্রামে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

কুড়িগ্রাম বাস টার্মিনাল। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম বাস টার্মিনাল। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রামের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে ২য় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও ব্যবসায়ীরা।

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বুধবার (২০ নভেম্বর) ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিকদের সঙ্গে ধর্মঘট পালন করেছে বাস শ্রমিকরা। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিকরা গাড়ি চলাচল শুরু করলেও এ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে জেলার ৯ উপজেলার যাত্রী ও ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বলেন, ‘বাস শ্রমিকরা কেন ধর্মঘট অব্যাহত রেখেছে তা আমরা জানি না। অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।’