নওগাঁয় সবজি উৎপাদনের প্রত্যাশা ২ লাখ মেট্রিক টন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, ছবি: ফাইল ফটো

বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, ছবি: ফাইল ফটো

নওগাঁ জেলায় চলতি শীত মৌসুমে মোট ৮ হাজার ৭১০ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। এই পরিমাণ জমি থেকে ১ লাখ ৮৮ হাজার ১৩৬ মেট্রিক টন আবাদের প্রত্যাশা করছে কৃষিবিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র মোতাবেক এ বছর শাকসবজির আবাদ ভালো হয়েছে। একদিকে কৃষকরা যেমন ভালো দাম পাচ্ছেন অন্যদিকে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যেই শীতকালীন সবজির দাম রয়েছে।

বিজ্ঞাপন

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে কৃষকরা শীতকালীন সবজির মধ্যে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম, লালশাক, পালং শাক, মুলা, বরবটি, গাজর, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, করলা ইত্যাদি আবাদ করেছেন।

নওগাঁ জেলা শহরের প্রধান বাজারসহ শহরের বিভিন্ন মহল্লা এবং উপজেলা সদরসহ গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে এখন এ সব সবজির বিপুল সমারোহ পরিলক্ষিত হচ্ছে।

বিজ্ঞাপন

জেলায় উপজেলা ভিত্তিক শতিকালীন শাকসবজির আবাদ এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে ২৪ হাজার ৮৪০ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ২৮৫ হেক্টর জমিতে ৬ হাজার ১৫৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ৪০০ হেক্টর জমিতে ৮ হাজার ৬৪০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ১ হাজার ১৪৫ হেক্টর জমিতে ২৪ হাজার ৭৩০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ১৮৫ হেক্টর জমিতে ২৫ হাজার ৫৯৫ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ৬৮০ হেক্টর জমিতে ১৪ হাজার ৬৯০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ১ হাজার ১১০ হেক্টর জমিতে ২৩ হাজার ৯৭৬ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ৫২০ হেক্টর জমিতে ১১ হাজার ২৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ৩৮০ হেক্টর জমিতে ৮ হাজার ২১০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ১ হাজার ২৩০ হেক্টর জমিতে ২৬ হাজার ৫৭০ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ৬২৫ হেক্টর জমি থেকে ১৩ হাজার ৫০০ মেট্রিক টন শাকসবজি উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।