দিনাজপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
দিনাজপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ডলি খানমকে (২৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক আনোয়ারুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ডলি খানম দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বেলায়েত মোল্লার মেয়ে। তার স্বামী সাজ্জাদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৪ নভেম্বর রাত ১০টায় ডলি খানম তার স্বামী সাজ্জাদ আলীকে দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বাসায় হত্যা করে পালিয়ে যান। মূলত দাম্পত্য কলহের কারণে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ নভেম্বর নিহত সাজ্জাদ আলীর বড় ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে ডলিকে গ্রেফতার করা হলে আদালতে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন তিনি। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।