নওগাঁয় ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী দগ্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে ভর্তি বিস্ফোরণে আহত শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

হাসপাতালে ভর্তি বিস্ফোরণে আহত শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

নওগাঁ পলিটেনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ইনস্টিটিউটের সাত শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিস্ফোরণে আহতরা হলেন- কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, মো. রাফি, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।

পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বিকেলে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। বিকেল ৫টার দিকে পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার সময় বিস্ফোরণে সাত শিক্ষার্থী আহত হন। শিক্ষক-শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

হাসপাতালের চিকিৎসক জানান, দগ্ধ সাতজন আহত রোগী ভর্তি হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।