শিশু ও কিশোরীদের সুরক্ষায় সাংস্কৃতিক বিকেল
কুড়িগ্রামে শিশু ও কিশোরীদের সুরক্ষায় সচেতনতামূলক সাংস্কৃতিক বিকেল অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০টি শিশু ও কিশোরীবান্ধব কেন্দ্রের শিক্ষার্থীরা অংশ নেয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের বটতলা এলাকায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সিডা এর সহযোগিতায় বেসরকারি সংস্থা সলিডারিটি জরুরী সহায়তা প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, সলিডারিটির কার্যকরী কমিটির সভাপতি আফরোজা বেগম রোজী, সংস্থার উপ-পরিচালক আলেয়া বেগম, প্রকল্প সমন্বয়কারী কমলা রানী পাল প্রমুখ।
এতে শিশু ও কিশোরীদের সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি, শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আলোকপাত করা হয়।