লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি দখল নিয়ে সংঘর্ষে শামীম হোসেন (২৯) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ নভেম্বর ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত।
নিহত শামীম হোসেন ফকিরপাড়া গ্রামের আমিনুর রহমান আমুর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘ দিন থেকে ওই এলাকায় এববাজ আলীর ছেলে সফিয়ার রহমান ও আফবাজ আলীর ছেলে আব্দুর রহমানের মধ্যে ৩৪ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আব্দুর রহমান পক্ষের শামীম হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শামীম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, থানায় দুই পক্ষের মামলা রয়েছে। পুলিশ দুই জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।