শতবর্ষী গাছ উপড়ে আহত ৬
রংপুরে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে শতবর্ষী একটি গাছ সড়কে উপড়ে পড়ে ছয়জন আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় গাছটির নিচে চাপা পড়ে সড়কটিতে চলাচলকৃত কয়েকটি যানবাহনের। এতে আহত হয়েছে ছয় জন। আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাছটি উপড়ে পড়ায় ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে গাছটি উপড়ে সড়কের মাঝখানে পড়ে যায়। এসময় একটি সড়কে থাকা রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার গাছটির নিচে চাপা পড়ে। রিকশায় থাকা রংপুর সরকারি কলেজের চার ছাত্রী আহত হয়। এছাড়াও রিকশা ও মোটরসাইকেলে থাকা আরো দুইজন আরোহী আঘাত পেয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস রংপুরের সহকারী উপ-পরিচালক সামসুজ্জোহা জানান, 'গাছটি বয়স বেশি হওয়ায় হঠাৎ উপড়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে গাছটি সরাতে কাজ করছে।'