পীরগাছা থেকে ২৫৪০ মেট্রিক টন ধান কিনবে সরকার
রংপুরের পীরগাছায় কৃষকদের কাছ থেকে দুই হাজার ৫৪০ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। প্রতি কেজি ধানের মূল্য দেয়া হবে ২৬ টাকা।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অভ্যন্তরীণ ধান ক্রয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান ও উপজেলা খাদ্য কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ।
পীরগাছা উপজেলায় প্রায় ৮৫ হাজার কৃষকের মধ্য থেকে মাত্র ৪ হাজার ৫০৭ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। ইতোমধ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এবারের আমন মৌসুমে পীরগাছায় এক লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।