পদ্মা সেতুর ১৮ তম স্প্যান দৃশ্যমান
পদ্মা সেতুর ১৮তম স্প্যান বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বসেছে। নদীর মাঝ পয়েন্টে ১৭ ও ১৮ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসানোর পরপরই ২ হাজার ৭শ’ মিটার সেতু দৃশ্যমান হয়েছে। এছাড়া চলতি এ মাসে আরও দুটি স্প্যান তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট পদ্মা সেতু প্রকল্প পরিচালক।
তিনি বলেন, নদী এখন অনেকটা শান্ত, নেই আগের মতো স্রোত। নদীর এ শান্ত রূপ সেতুর কাজে গতি এনেছে। গেল বর্ষায় ৪ মাসে বসানো গেছে মাত্র ১টি স্প্যান, সেখানে গত এক মাসেরও কম সময়ের এবার বসতে যাচ্ছে ৩টি স্প্যান। গেল ১৯ নভেম্বর ১৬তম স্প্যান ও ২৬ নভেম্বর ১৭তম স্প্যানটি বসানোর পর ১৮তম স্প্যানটি আজ বুধবার বসতে যাচ্ছে।
বুধবার (১১ ডিসেম্বর) ১৮তম স্প্যান বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন সেতু প্রকল্প পরিচালক।
আজ (বুধবার) সকাল থেকে স্প্যান বসানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে প্রকল্প পরিচালকরা নিশ্চিত করেছে।