মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থীরা পেলেন ল্যাপটপ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সীগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেয়া সহ ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেয়া সহ ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেয়া সহ ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে মিরকাদিম বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়টির চেয়ারম্যান ও মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র হাজী মো. আবদাল হোসেন।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি এ.বি.এম মশিউর বিন আনোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ আবদুল গফুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী হৃদয় কৃষ্ণ মণ্ডল, পৌর কাউন্সিলর হাজী মো. সোহেল আরমান মনির, নারী কাউন্সিলর মোসাম্মৎ সানোয়ারা বেগম প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে হাজী মো. আবদাল হোসেন তার নিজস্ব অর্থায়নে জিপিএ-৫ পাওয়া ৬ জন শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দিয়েছেন।