ডোমারে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন মুক্তিযোদ্ধাদের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

অনুষ্ঠান বর্জন করছে মুক্তিযোদ্ধারা, ছবি: বার্তা২৪.কম

অনুষ্ঠান বর্জন করছে মুক্তিযোদ্ধারা, ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর ডোমারে বিজয় দিবসের সকল অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলার মুক্তিযোদ্ধাগণ। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের সময় সেখান থেকে চলে আসেন তারা। উপজেলা চেয়ারম্যানের ধৃষ্টতার প্রতিবাদে তারা এ অনুষ্ঠান বর্জন করেন। 

তবে এনিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

বিজ্ঞাপন

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুন্নবী অভিযোগ করে বলেন, 'উপজেলা পরিষদ চেয়ারম্যান একজন স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান। তার দ্বারা জাতীয় পতাকা উত্তোলন করা হবে এটি আমরা মেনে নিতে পারি না।'

তিনি আরও বলেন, 'মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ এবং ধৃষ্টতা দেখিয়েছেন তিনি। প্রায় আট বছর ধরে তোফায়েল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন কিন্তু কোনদিন মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে আসেন নি।'

বিজ্ঞাপন

বর্জনের বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন এ বিষয়ে আমার কোন জানা নেই। তিনি বলেন, 'শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করলাম একসঙ্গে। বিজয় দিবসের সকালে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের।'

তিনি অভিযোগ করে বলেন, আমি এতদিন ধরে আওয়ামীলীগের দায়িত্ব পালন করছি, মাননীয় নেত্রী আমাকে নৌকা প্রতিক দিয়ে নির্বাচন করিয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। মূলত তিনি একই নির্বাচনে পরাজিত হওয়ায় আমাকে নানা ভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছেন। পেছন থেকে নৌকা বিরোধী ব্যক্তিরা উসকে দিয়ে এসব করাচ্ছেন বলে মন্তব্য তার।