নলকূপে চেতনানাশক ওষুধ ফেলে মালামাল লুট

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার  নজরুল ইসলাম, ছবি: বার্তা২৪.কম

গ্রেফতার নজরুল ইসলাম, ছবি: বার্তা২৪.কম

রংপুরের পীরগাছায় অজ্ঞান পার্টির 'মূল হোতা' নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার নজরুল ইসলাম উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চর গ্রামের আমির মিয়ার ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি চক্র মানুষের বাড়িতে গিয়ে নলকূপের ভেতর ও ঘরে চেতনানাশক ওষুধ ছিটিয়ে লোকজনকে অচেতন করত। পরে ঘরে ঢুকে মালামাল লুট করে নিয়ে যেত। ওই চক্রটির নেতৃত্ব দিয়ে আসছিলেন নজরুল ইসলাম। বুধবার ভোরে উপজেলার রহমতের চর বাজার নামক স্থান থেকে তাকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বার্তা২৪.কমকে জানান, অজ্ঞান পার্টির 'মূল হোতা' নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।