পীরগাছায় আগুন পোহাতে গিয়ে নারী দগ্ধ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

কনকনে শীত ও হিমেল হাওয়ায় পীরগাছার জনজীবন বিপর্যস্ত। ছবি: বার্তা২৪.কম

কনকনে শীত ও হিমেল হাওয়ায় পীরগাছার জনজীবন বিপর্যস্ত। ছবি: বার্তা২৪.কম

রংপুরের পীরগাছায় তীব্র শীত থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে পুতুল রাণী (২৭) নামে এক নারী দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ পুতুল রাণী ওই এলাকার মোংলা কুমারের স্ত্রী।

বিজ্ঞাপন

কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিদগ্ধ নারীর স্থানীয়ভাবে চিকিৎসা চলছে।

এদিকে কনকনে শীত ও হিমেল হাওয়ায় পীরগাছার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। গত দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। ট্রেনসহ যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। এতে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে।

বিজ্ঞাপন

কনকনে শীতের কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা কাজে যেতে পারছে না। গরম কাপড় কিনতে পীরগাছা রেলওয়ে স্টেশন মার্কেটে যাচ্ছে তারা। কিন্তু দাম চড়া থাকার কারণে কাঙ্ক্ষিত শীতের কাপড় মিলছে না। তীব্র শীতে মানুষের পাশাপাশি কাবু হয়ে পড়েছে গবাদি পশুপাখিও।