হাড় কাঁপানো শীতে মাছ ধরতে ব্যস্ত তারা
গত পাঁচ দিন ধরে কুড়িগ্রামে মিলছে না সূর্যের দেখা। দিন ও রাতের তাপমাত্রা একই হওয়ায় শীতের তীব্রতা একই রকম অনুভূত হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছে এ জেলার মানুষজন।
তবে হাড় কাঁপানো এই শীত উপেক্ষা করে রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের পাশে দূর্গাপুর ইউনিয়নে আনন্দ বাজার এলাকায় একটি রাস্তার পাশে দেখা গেছে একটি ডোবাতে মাছ ধরায় ব্যস্ত নারী-পুরুষসহ শিশুরা।
মাছ ধরতে আসা- নুর ইসলাম ও রঞ্জু বলেন, মাছ দেখলে লোভ সামলাতে পারিনা। তাই মাছ ধরার নেশায় কাদাতে নেমে পড়েছি। যেখানেই মাছ দেখি সেখানেই নেমে পড়ি। মাছ মোটামুটি পেয়েছি, যার অধিকাংশই টাকি মাছ।
স্থানীয়- রবিউল ও জয়নাল বলেন, আমরা অবাক হচ্ছি যে, এই শীতে শিশুরা ডোবায় নেমে মাছ ধরছে। অথচ এই হাড় কাঁপানো শীতে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। আর এরা অনায়াসে ঠাণ্ডা পানিতে মাছ ধরছে। মাছও কম বেশি সবাই পেয়েছে।
কুড়িগ্রামে আজকের তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার।