আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরগুনার তালতলীতে শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সুগন্ধা রানী (২৫) নামে এক নারী মৃত্যু হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সুগন্ধা রাণী উপজেলার চরপাড়া গ্রামের নিমাই শীলের মেয়ে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, প্রচণ্ড শীতে জন্য বাড়ির উঠানে রান্নার চুলায় আগুন পোহাতে যান সুগন্ধা। এরপর পরনের কাপড়ে আগুন লেগে তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়। রবিবার ভোর রাতের দিকে তার মৃত্যু হয়।

তালতলী থানার ওসি মো. শাহীনুর ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন