নওগাঁয় মাসব্যাপী তাঁতশিল্প ও বাণিজ্য মেলা শুরু
নওগাঁয় মাসব্যাপী তাঁতশিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। নওগাঁ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা পরিচালনার দায়িত্বে রয়েছে বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ লাইনস মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তারের সহধর্মিণী জীবুন নাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার।
নওগাঁ পুনাকের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, জেলা প্রশাসকের সহধর্মিণী তাহমিনা শারমিন।
মেলা পরিচালনার দায়িত্বে থাকা বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্ত্বাধিকারী রাসেল কবির জানান, মেলায় বিভিন্ন পণ্যসামগ্রীর শতাধিক স্টল রয়েছে। মেলায় শিশুদের বিনোদনের জন্য মিনি পার্ক রয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।