রাঙামাটিতে হত্যা মামলার আসামি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

হত্যা মামলার আসামি ওয়াকিল

হত্যা মামলার আসামি ওয়াকিল

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আলোচিত আইয়ুব হত্যা মামলার আসামি ওয়াকিলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে পর্যটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি।

আটককৃত ওয়াকিল আহাম্মদ রাঙ্গুনিয়ার বহুল আলোচিত আইয়ুব বাহিনীর প্রধান আইয়ুব হত্যা মামলার তিন নম্বর আসামি।

বিজ্ঞাপন

ওয়াকিল রাঙ্গুনিয়ার আব্দুস সোবহানের ছেলে বলে জানা গেছে। আইয়ুব হত্যা মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, আইয়ুব হত্যা মামলার আসামি রাঙামাটির পর্যটন এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে কোতয়ালী থানার এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম দেওয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়াকিলকে আটক করে।

আইয়ুব হত্যা মামলার বাদী জাহেদা জানান, আমার স্বামীকে বাড়ি ফেরার পথে রাঙ্গুনিয়ার ধামাইর হাটে মোহসেন, হাসান ও ওয়াকিল আহাম্মদের নেতৃত্বে মোট ছয়জন সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আইয়ুবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১৫দিন চিকিৎসাধীন থেকে মারা যায়। আইয়ুব ইসলামপুর ইউনিয়নের খলিফাপাড়া গ্রামের মৃত ইছাহাক মিয়ার পুত্র।