রোপণের পর আলুর বীজে পচন

  • আমিনুল ইসলাম জুয়েল, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

রোপণের পর আলুর বীজে পচন ধরেছে। ছবি: বার্তা২৪.কম

রোপণের পর আলুর বীজে পচন ধরেছে। ছবি: বার্তা২৪.কম

জমিতে রোপণের পর আলুর বীজে পচন ধরেছে। কোথাও কোথাও বীজ থেকে চারা গজালেও পাতা কুঁকড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে লোকসানের আশঙ্কা করছেন রংপুরের পীরগাছা উপজেলার আলু চাষিরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সরেজমিনে উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরে গিয়ে জানা যায়, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আলু চাষ করছে চাষিরা। বেশির ভাগ জমিতে আলু রোপণ প্রায় শেষ পর্যায়ে। তবে মৌসুমের শুরুতেই দুশ্চিন্তায় পড়েছে চাষিরা। তাদের রোপণকৃত আলুর বীজে পচন ধরেছে। আবার কিছু স্থানে চারা গজালেও পাতা কুঁকড়ে যাচ্ছে। ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না।

বিজ্ঞাপন

রহমতের চরের চাষি আব্দুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘বিএডিসির আলুর বীজ কিনে প্রতারিত হয়েছি। জমিতে বীজ রোপণের পর পচে যাচ্ছে। চারা বাড়ছে না। পাতাও কুঁকড়ে যাচ্ছে।’

চর তাম্বুলপুর গ্রামের নূর ইসলাম বলেন, ‘আমরা চরের মানুষ। অনেক কষ্টে আবাদ করতে হয়। ভেজাল বীজে এখন লোকসান গুনতে হবে।’

বিজ্ঞাপন

পীরগাছা উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে আট হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি চরাঞ্চলে আলুর ফলন ভালো হয়। তাই প্রতিবছর আলুর আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়।

পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বার্তা২৪.কমকে জানান, বিভিন্ন কারণে বীজে পচন ধরতে পারে। শুধু বীজের সমস্যার কারণে নয়। জমি ঠিকভাবে প্রস্তুত না হলে বা রোপণে সমস্যা হলে বীজে পচন ধরে। তবে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর বিএডিসির উপ-পরিচালক (বীজ বিপণন) সুলতান আহমেদ বার্তা২৪.কমকে জানান, বিএডিসির বীজে কোনো সমস্যা নেই। চাষিরা বিভিন্ন ডিলার বা অন্য কারো কাছ থেকে বীজ ক্রয় করে প্রতারিত হতে পারে। এ বিষয়ে কোনো চাষি অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।