ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘অদ্বৈত মেলা’

  • ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

অদ্বৈত মল্লবর্মণ, ছবি: সংগৃহীত

অদ্বৈত মল্লবর্মণ, ছবি: সংগৃহীত

বাংলা ভাষা ও সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক ও কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নামের রচয়িতা অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন পহেলা জানুয়ারি। তিতাস জনপদের এই ক্ষণজন্মা পুরুষের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বাংলা ভাষার অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘অদ্বৈত মেলা’।

বুধবার (১ জানুয়ারি) বিকাল চারটায় জেলা শহরের শহীদ ধেরিন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম ও নারী সংগঠক নন্দিতা গুহ।

বিজ্ঞাপন

প্রতিদিনের অতিথি হিসাবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, ত্রিপুরার গণমানুষের কবি দিলীপ দাস ও পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পি-প্রশিক্ষক সৌরেন চট্টোপাধ্যায়সহ দেশি-বিদেশি শিল্পী-সাহিত্যিকরা।

এ বছর অদ্বৈত সম্মাননা গ্রহণ করবেন ভারতের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক, বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড.নির্মল দাশ। লোকসংস্কৃতিতে: অদ্বৈত মল্লবর্মণ গ্রন্থ রচনা ও অদ্বৈত গবেষণার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল জানান, এ জনপদের শ্রেষ্ঠতম সন্তান অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকীতে ২০১৩ সাল থেকে আমরা অদ্বৈতমেলা শুরু করি। এ মেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া ভাষা চত্বর তিনদিনের লোকসংস্কৃতি উৎসবে পরিণত হয়। মেলায় থাকবে বই, শীতের পিঠা, দেশীয় নানা পণ্য, নারী উদ্যোক্তা, শিশুদের খেলনা, পরিচ্ছন্নতা ও রক্তদান বিষয়ক সচেতনতার স্টল সহ নানা ধরনের স্টল।

অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ ১৯১৪ সালের ১ জানুয়ারি জন্মেছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট মালুপাড়ায়। জীবনের রূঢ় বাস্তবতার সাথে লড়তে লড়তে ১৯৫১ সালের ১৬ এপ্রিল তিনি কলকাতায় প্রয়াত হন।

জীবনের স্বল্পতম সময়ে লিখেছেন আরো কিছু জীবনঘনিষ্ঠ উপন্যাস, গল্প, কবিতা ও অনুবাদগ্রন্থ। জীবনের তাগিদে করেছেন সাংবাদিকতাও।