ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্যা ডিসি’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

১০ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সাথে ‘মিট দ্যা ডিসি’, ছবি: বার্তা২৪.কম

১০ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সাথে ‘মিট দ্যা ডিসি’, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুর পৌর এলাকার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সাথে ‘মিট দ্যা ডিসি’ শীর্ষক ব্যতিক্রমী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি) অতুল সরকারের কাছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও তাদের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মোহম্মদ হুমায়ন কবির, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক নির্মেলেন্দু চক্রবর্তী শংকরসহ বিভিন্ন প্রধান শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডিসি ও শিক্ষার্থীদের আলোচনার মধ্যে প্রশাসনের কর্মের সাথে তাদের চিন্তাধারা ও গতিশীলতা আনয়নে শিক্ষার্থীদের করনীয়, নৈতিক মূল্যবোধে করনীয় নির্ধারণ, দেশের প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে কি ভাবনা, শিক্ষার্থীরা কে কি হতে চায়, দূর্নীতি রোধে কি করা যেতে পারে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে বাস্তবায়ন হতে পারে, মানসম্মত শিক্ষাব্যবস্থা কিভাবে বাস্তবায়ন হতে পারে বিষয়গুলো উল্লেখযোগ্য।

আলোচনার সমাপনীভাগে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘দেশ ও সমাজের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রশাসনের একার পক্ষে সকল কাজ করা সম্ভব নয়। তাই প্রতিটি মানুষের সামনে ঘটে যাওয়া অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অথবা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে কাজ করে যেতে হবে। সকলে ঐক্যবদ্ধ হলে সমাজের যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব।’