মানিকগঞ্জে এক বছরে ভোক্তা অধিদফতরের কোটি টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ছবি: বার্তা২৪.কম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জে ২০১৯ সালে ৩২৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে এক কোটি ৭৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জ জেলা কার্যালয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জ কার্যালয়ের তথ্যমতে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট বাজার অভিযান পরিচালনা করা হয় ২০৫টি। দণ্ডপ্রাপ্ত মোট ব্যবসা প্রতিষ্ঠান ৩২৬টি। লিখিত অভিযোগ নিষ্পত্তি হয় ৫৯টির। এছাড়াও মতবিনিময় ও গণশুনানী করা হয় ১৮টির। আর সেমিনার করা হয় ২টি। এসব অভিযানে সর্বমোট জরিমানা করা হয় ১ কোটি ৭৩ হাজার টাকা।

বিজ্ঞাপন

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বার্তা২৪.কমকে জানান, দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগ জরিমানা করা হয় ইটভাটা মালিকদের। এছাড়া ভোক্তাদের সাথে প্রতারণা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই জরিমানা করা হয়।