পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার মধ্যরাতের পর থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। ভোরে কুয়াশায় ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরে সকাল ৭টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় মিলে তিন শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে অপেক্ষমাণ যানবাহনের বেশিরভাগই পণ্যবাহী ট্রাক। যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি রয়েছে বলেও জানান তিনি।