চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ঠান্ডাজনিত রোগে আক্রান্তরা, ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ঠান্ডাজনিত রোগে আক্রান্তরা, ছবি: বার্তা২৪.কম

অব্যাহত শৈত্যপ্রবাহ আর কনকনে শীতে চাঁপাইনবাবগঞ্জের খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ কমছে না। এছাড়া ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। পাশাপাশি বৃদ্ধরাও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

গত কয়েকদিন ধরেই হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।

বিজ্ঞাপন

এদিকে, শীত বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া বিভাগে গড়ে প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন রোগী ঠান্ডাজনিত ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২শ রোগী শ্বাসকষ্টের কারণে প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. নাদিম সরকার জানান, শীত বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। তাই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন