শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে আলুর ক্ষেতে ক্ষতির শঙ্কা
কুড়িগ্রামে আলুর ভালো ফলন হয়েছে। কিন্তু অব্যাহত শৈত্যপ্রবাহে আলুর ক্ষেত নিয়ে শঙ্কায় রয়েছেন এ জেলার কৃষকরা। নিয়মিত পরিচর্যাসহ কীটনাশক ও হিমের ঔষধ প্রয়োগে ক্ষেত ভালো রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন আলু চাষিরা।
চলতি মৌসুমে কুড়িগ্রামের ৯ উপজেলায় ৫ হাজার ৬৮৮ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত চাষ হয়েছে ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আলু চাষি হোসেন আলী ও আবু বক্কর বার্তা২৪.কম-কে বলেন, কয়েক বছর থেকে আমরা আলু আবাদ করছি। অন্যান্য বারের তুলনায় এবার শীত অনেক বেশি। ক্ষেত রক্ষার জন্য বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগ করতে হচ্ছে। তাই খরচও অনেক বেশি হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন বার্তা২৪.কম-কে জানান, শীত ও কুয়াশায় যাতে আলু ক্ষেতে মোড়ক না ধরে সে জন্য কৃষকদের কীটনাশক প্রয়োগের পাশাপাশি পরিচর্যা করার জন্য কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনো ধরনের দুর্যোগ না হয় তাহলে এ বছর বাম্পার ফলনের আশা করছেন কুড়িগ্রামের কৃষকরা।