রোগীদের সেবা করবে ক্ষুদে বিজ্ঞানীর তৈরিকৃত রোবট
হাসপাতালে অনেক সময় অসহায় রোগীদের সঙ্গে সহযোগী কেউ থাকেন না। আবার নার্সরাও সবদিক সামলে উঠতে পারেন না। সেই জায়গা থেকে চিন্তা করে একটি রোবট তৈরি করা হয়েছে। রোবটটি অসহায় মানুষদের বিভিন্ন প্রকার সেবা দেবে। রোগীদের বেডে ওষুধ ও খাদ্য পৌঁছে দেয়া এবং প্রয়োজনীয় সব কাজ করে দেবে রোবটটি।
আর এমনই এক হেলপার রোবট তৈরি করে আবারো হৈচৈ ফেলে দিয়েছে ক্ষুদে বিজ্ঞানীখ্যাত আব্দুল্লাহ আল নবী নোমান। এই রোবট তৈরি করে জাতীয় শিশু প্রতিযোগিতা পুরস্কার ২০২০ এ মেহেরপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নোমান।
আব্দুল্লাহ আল নবী নোমান মেহেরপুরের গাংনীর তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের প্রভাষক জাবলুন্নবী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত সুলতানার পুত্র। সে লাইসিয়াম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
এর আগে গত বছর বায়ু বিদ্যুতের (উইন্ডমিল) মাধ্যমে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ যন্ত্র উদ্ভাবন করে সে। এই উদ্ভাবনের মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন হয় সে।
জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জানুয়ারি) মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘খ’ গ্রুপে অংশ নেয় নোমান। প্রতিযোগিতায় তার তৈরি হেলপার রোবট প্রদর্শন করে। ক্ষুদে বিজ্ঞানী নোমান তার রোবটের কার্যকারিতা দেখিয়ে বিচারকদের আকৃষ্ট করে। সহজলভ্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে হেলপার রোবট তৈরি করেছে নোমান।
নোমান বার্তা২৪.কমকে জানায়, রোবটটি তৈরি করা হয়েছে খেলনার জন্য কেনা ভাঙা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে। সম্পূর্ণ রিমোট দিয়ে পরিচালিত এই হেলপার রোবট হাসপাতালে রোগীর সেবা ছাড়াও বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারবে বলে জানায় ক্ষুদে এই বিজ্ঞানী।
এর আগে রোবট প্রদর্শন করে গাংনী উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সে। এর ধারাবাহিকতায় জেলা চ্যাম্পিয়ন হয়ে এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেছে ক্ষুদে বিজ্ঞানী নোমান। আবিষ্কারের নেশার পাশাপাশি লেখাপাড়াতেও ভালো করছে সে। ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায় নোমান।
এ প্রসঙ্গে নোমানের পিতা জাবলুন্নবী বলেন, ছেলে সব সময় আবিষ্কার নিয়েই ব্যস্ত থাকে। এটা এক প্রকার নেশায় পরিণত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি তার এই কাজের আগ্রহ থাকায় আমরাও তাকে সহযোগিতা করছি। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে নোমানের এই প্রজেক্ট দেশের কাজে লাগবে এমন আশা নিয়ে সকলের কাছে ছেলের জন্য দোয়া কামনা করেন তিনি।