পীরগাছায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

পীরগাছায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে/ছবি: বার্তা২৪.কম

পীরগাছায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে/ছবি: বার্তা২৪.কম

রংপুরের পীরগাছায় শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী ও দরিদ্র মানুষকে।

শীতের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দিজ্বরসহ ঠাণ্ডাজনিত নানা রোগের প্রকোপ বাড়ছে। এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর ভিড়।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুসহ ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দিনের তাপমাত্রা কমে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। হঠাৎ করে শীতের প্রকোপে শীতজনিত ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ঠাণ্ডাজনিত কারণে প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি হচ্ছেন। রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। তারা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি জ্বরসহ ঠাণ্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছেন।

বর্তমানে ২২ জন রোগী ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।