শিবগঞ্জে ৯০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা/ছবি: বার্তা২৪.কম

কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা/ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে ৯০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে রোববার (১২ জানুয়ারি) রাতে উজিরপুর আদর্শ কলেজ সংলগ্ন মিজানুরের কলাবাগানের ৯০০ কলাগাছ কেটে দেওয়া হয়েছে। এ ঘটনায় আজ সন্ধ্যায় ভুক্তভোগী মিজানুর বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর ও লিটিল আলী উজিরপুর আদর্শ কলেজের পেছনে তিন বিঘা জমি লিজ নিয়ে কলাবাগানের চাষ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে ৯০০ কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

বিজ্ঞাপন

আগামী কয়েকদিনের মধ্যে কলা দেখা দিতো। কিন্তু গাছগুলোতে আর কলা হবে না। কেটে ফেলা কলার বাজার মূল্যে পাঁচ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষক মিজানুর ও লিটিল আলী।