শীতে কষ্টে আছেন নৌকার মাঝিরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘন কুয়াশার মাঝে নৌকা চালাচ্ছেন মাঝিরা, ছবি: বার্তা২৪.কম

ঘন কুয়াশার মাঝে নৌকা চালাচ্ছেন মাঝিরা, ছবি: বার্তা২৪.কম

গত কয়েকদিন ধরে শীতে জবুথবু কুড়িগ্রাম জেলা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অব্যাহত শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমজীবী মানুষরা। অনেকেই তীব্র ঠান্ডা উপেক্ষা করে কাজে বের হন। তবে তারা ঠিকমতো কাজ করতে পারেন না।

বিজ্ঞাপন

চিলমারী, রৌমারী ও রাজিবপুর রুটের নৌকার মাঝি হাফিজুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘শীতে ঘর থেকে বের হতে অনেক কষ্ট হয়। এছাড়া ঘন কুয়াশার কারণে প্রতিদিন নৌকা চালাতে পারছি না। পথও চেনা যায় না। দুপুর হতে হতে যখন কুয়াশা থাকে না, তখন আবার সিরিয়াল মেলে না।’

তীব্র ঠান্ডা উপেক্ষা করে নৌকা চালাচ্ছেন মাঝিরা, ছবি: বার্তা২৪.কম

তিনি আরও বলেন, ‘শীতের আগে প্রতি ট্রিপে শতাধিক যাত্রী হতো। শীত বেশি হওয়ার কারণে এখন ৪০-৫০ জন যাত্রী হয়। এই ঠান্ডায় মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সব মিলে তীব্র শীতে আমরা নৌকার মাঝিরা খুব কষ্টে আছি।’

বিজ্ঞাপন

এদিকে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে।