ব্যাংক ঋণের দায়ে নিজ বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দোতলায় তিনি আত্মহত্যা করেন/ছবি: বার্তা২৪.কম

নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দোতলায় তিনি আত্মহত্যা করেন/ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জে এনামুল হক (৫০) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ী ব্যাংক ঋণের কারণে হতাশ হয়ে নিজের নামে লাইসেন্স করা একনলা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দোতলায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত এনামুল হক শহরের পুরাতন বাজারের মেসার্স সাজ্জাদ আহম্মেদ অ্যান্ড সন্স'র মালিক এবং মৃত সাজ্জাদ আলীর ছেলে।

দুপুরে রাজশাহী থেকে ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, একটি ব্যাংকে তার প্রায় কোটি টাকা ঋণ রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে করা মামলায় বুধবার তার হাজিরার দিন ছিল।

তিনি আরও জানান, পুলিশের ধারণা ঋণের কারণে হতাশ হয়ে তিনি এ ঘটনা ঘটাতে পারেন।