গৌরীপুরে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

লাইনচ্যুত ট্রেনের বগি, ছবি: বার্তা২৪.কম

লাইনচ্যুত ট্রেনের বগি, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে গৌরীপুর-ময়মনসিংহ ও গৌরীপুর- ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে গৌরীপুর আসছিলো। পথিমধ্যে ট্রেনটি ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই ইঞ্জিনের একটি বগির পরের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বার্তা২৪.কমকে বলেন ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসতেছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল চালু হবে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন