নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর সেনবাগে স্ত্রী জহুরা বেগমকে হত্যার দায়ে স্বামী মহিন উদ্দিন খাজাকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে আসামির উপস্থিতিতে নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামি সেনবাগ উপজেলার পূর্ব কালা রাইতা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল সেনবাগের কালা রাইতা গ্রামে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় জহুরা বেগম বেবি। পরবর্তীতে প্রায় এক মাস পর একই বছরের ৫ মে স্বামীর বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবা থেকে বেবির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বামীসহ ৭ জনকে আসামি করে তার মা আজিবা খাতুন সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পরে পুলিশ তদন্ত শেষে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পরবর্তীতে ১৬৪ ধারায় আসামি নিজেই খুন করেছেন বলে স্বীকারোক্তি দিলে অপর আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে আদালত দীর্ঘ শুনানি শেষে বুধবার এ আদেশ দেন।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের কথা নিশ্চিত করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল। তিনি জানান, আদেশকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মৃণাল কান্তি পাল।