১ বিঘা জমির কলার কাঁদি কেটে নষ্ট

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ঢেপা গ্রামে ১ বিঘা জমিতে আবাদ করা কলা গাছের কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ছবি: বার্তা২৪.কম

ঢেপা গ্রামে ১ বিঘা জমিতে আবাদ করা কলা গাছের কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ছবি: বার্তা২৪.কম

মেহেরপুরের গাংনীর ঢেপা গ্রামে ১ বিঘা জমিতে আবাদ করা কলা গাছের কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ভুক্তভোগী কৃষক চান মিয়ার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মাঠে গিয়ে বিষয়টি দেখতে পান কৃষক চান মিয়া।

বিজ্ঞাপন

কৃষক চান মিয়া জানান, ক্ষেতে অধিকাংশ গাছে কলা ধরেছিল। আর কিছুদিন পরেই কলা বিক্রির উপযোগী হতো। এমন অবস্থায় কলার কাঁদি কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি। পূর্ব শত্রুতার জেরে কেউ এ কাজটি করতে পারে বলে ধারণা করছেন তিনি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন।

চান মিয়া বলেন, ‘ঋণের টাকা দিয়ে গ্রামের মাঠে এক বিঘা জমিতে কলা আবাদ করি। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব?’

বিজ্ঞাপন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টির তদন্ত করা হবে।