নোয়াখালীতে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়/ছবি: বার্তা২৪.কম

চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়/ছবি: বার্তা২৪.কম

নানা অনিয়মের দায়ে নোয়াখালীতে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে এ অভিযান চালান।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রয় ও সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রিসহ নানা অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, লাভলী বেকারীকে ৩০ হাজার, ফাহিম ফুডকে ৪৫ হাজার, শাহী হোটেলকে ১৫ হাজার, বিসমিল্লাহ হোটেলকে ১৫ হাজার টাকা, রাফি ফুড ও চমক ফুডকে ৫০০ টাকা করে জরিমানা করে ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন