গৌরীপুরে সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলপথে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টায় রেলওয়ে উদ্ধারকারীদল তারাকান্দিগামী মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামত করার পর ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে থেকে একটি মালবাহী ট্রেন জামালপুরের তারাকান্দি যাচ্ছিলো। পথিমধ্যে বিকেল ৫টা ২০ মিনিটে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় ইঞ্জিনের পেছনের দশ নম্বর বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ -গৌরীপুর - ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে উদ্ধারকারী দল রিলিফ ট্রেন নিয়ে এসে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামত করে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস শুক্রবার রাত ১২টায় গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে।