মেহেরপুরের ভাষা সৈনিক নজীর হোসেন আর নেই
মেহেরপুরের ভাষা সৈনিক নজীর হোসেন বিশ্বাস (৮৫) আর নেই।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কের পক্ষাঘাত ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে সন্তান ও নাতিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
বাংলা ভাষার জন্য মেহেরপুরের যে কয়জন মানুষ আন্দোলন করেছিলেন নজীর হোসেন বিশ্বাস তার মধ্যে অন্যতম।
ভাষা সৈনিক নজীর হোসেন বিশ্বাসের পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৫২ সালে মাতৃভাষার দাবিতে ঢাকার রাজপথে নজীর হোসেনসহ জেলার ৫ জন ছাত্র অংশ নেন উত্তাল সেই মিছিলে।
ভাষা সৈনিক ইসমাঈল হোসেন বলেন, ‘ভাষার জন্য মিছিল করতে গিয়ে মেহেরপুর সরকারী বয়েজ স্কুল থেকে নজীর হোসেন ও আমিসহ ৭ জনকে ফোর্স টিসি দেয় স্কুল কর্তৃপক্ষ। পাক শাসকরা আমাদেরকে বিদ্যালয় থেকে বহিষ্কার করতে বাধ্য করেছিল। তবুও আমরা ভাষার জন্য পিছ পা হয়নি।
এদিকে, নজীর হোসেনের মৃত্যুতে জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। বিকেলে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।