ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুর জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুর জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরের সদর উপজেলার বিলমামুদপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে ওই গ্রামের আজাদ মোল্লার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার স্ত্রী আলেয়া বেগম (৩৮) ও ৫ বছরের শিশুকন্যা আদুরী মারা যান।

ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, রাত আনুমানিক ১০টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বাড়িতে থাকা ছোট বড় তিনটি ঘরে আগুন ছড়িয়ে পরে। এসময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই আলেয়া নামের ওই গৃহবধূর মৃত্যু হয়। আহত হন শিশু আদুরী। পরে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ৩টার দিকে ঢাকায় নেওয়ার পথে আদুরীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ফরিদপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে একই সময় জেলার চরভদ্রাসন উপজেলা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ফরিদপুর ও সদরপুর থেকে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন