ময়মনসিংহে জারিয়া ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেন, ছবি: সংগৃহীত

ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেন, ছবি: সংগৃহীত

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৩টা ৫০ মিনিটে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিল। ট্রেনটি শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

এদিকে, ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনায় ময়মনসিংহ - ভৈরব, মোহনগঞ্জ-ঢাকা, জারিয়া-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস বলেন, ‘ময়মনসিংহগামী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। রিলিফ ট্রেন আসলেই উদ্ধার কাজ শুরু হবে।'