রৌমারী সীমান্ত থেকে ৫ ভারতীয় মহিষ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার করা ৫ ভারতীয় মহিষ, ছবি: বার্তা২৪.কম

উদ্ধার করা ৫ ভারতীয় মহিষ, ছবি: বার্তা২৪.কম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৫টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ।

বিজ্ঞাপন

এর আগে সোমবার সকালে সীমান্তের ১০৭২ আন্তর্জাতিক পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপির সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টহল দল ৫টি মহিষ উদ্ধার করে। ৫টি মহিষের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত মহিষগুলো কাস্টমসে জমা দেয়ার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন